গোলাপগঞ্জে প্রকাশ্যে চলছে সরকারি টিলাকাটা

আব্দুল খালিক গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে প্রকাশ্যে চলছে সরকারি খতিয়ানে থাকা টিলা কেটে বাড়ি নির্মাণ। গত এক সপ্তাহ থেকে বাঘা কালাকোনা ‘উত্তর টিলা’ কেটে বাড়ি বানাচ্ছেন ঐ গ্রামের মৃত হাছন মেম্বারের ছেলে আব্দুল কুদ্দছ, ফারুক মিয়া ও তাদের ভাইয়েরা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘা ইউনিয়নে কালাকোনা গ্রামের রবেন্দ্র’র বাড়ির পূর্বে রয়েছে বাংলাদেশ গেজেটের ক-তালিকার ১০ নং ক্রমিকের ৫৩ ভিপির সরকারি খতিয়ানের ৯০১ নং দাগের এক একর সাত ডেসিমেল টিলা রকম ভূমি। ঐ টিলা নিজেদের দাবি করে কালাকোনা গ্রামের মৃত হাছন মেম্বারের ছেলে আব্দুল কুদ্দছ, ফারুক মিয়া ও … Continue reading গোলাপগঞ্জে প্রকাশ্যে চলছে সরকারি টিলাকাটা